Monday, September 7, 2015

Solve World Records, To Walk On Water

http://ojana12.blogspot.com/


বিশ্ববাসীকে তাক লাগিয়ে পানির উপর দিয়ে হেঁটে বিশ্বরেকর্ড !(ভিডিও সহ)







পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কিংবা শূণ্যে লড়াইয়ের দৃশ্যগুলো আমরা চীনা কুংফু চলচ্চিত্রগুলোতেওই বেশি দেখতে পাই। কিন্তু চুয়ানঝৌ শাওলিন মন্দিরের শি লিলিয়াং যা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন তা মোটেও চলচ্চিত্রের কোনো কারিকুরি নয়। বরং একেবারেই বাস্তবিক অর্থেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সামনে পানির উপর দিয়ে দিব্যি হেঁটে গেলেন তিনি এবং বিশ্বরেকর্ড গড়লেন।শি লিলিয়াং দীর্ঘদিন ধরেই পানির উপর হাঁটা চর্চা করে আসছিলেন। চীনা শাওলিন মন্দিরের ইতিহাস অনুযায়ী, একটা সময় ছিল যখন শাওলিন মন্দিরে শরীর চর্চার বিভিন্ন দিক চর্চা করানো হতো। কিন্তু মিং সাম্রাজ্যের আমলে শাওলিন মন্দিরগুলোর উপর কর্তৃত্ব আরোপ করলে অনেক জ্ঞানই গুপ্ত অবস্থায় চলে যায়। এই পানির উপর দিয়ে হাঁটাও তেমনি এক গুপ্তজ্ঞান। যার চর্চা দীর্ঘদিন মাস্টারের তত্ত্বাবধানে শিখছিলেন লিলিয়াং।পানির উপর বিছিয়ে রাখা দুইশ প্লাইউডের উপর দিয়ে তিনি হেঁটে যান। এখন পর্যন্ত পানির উপর দিয়ে হাঁটার ক্ষেত্রে তিনিই সর্বাধিক দূরত্ব অতিক্রম করেছেন। প্লাইউডকে ভরকেন্দ্র হিসেবে ব্যবহার করে তিনি মোট ১২৫ মিটার পথ অতিক্রম করেছেন, যা তার আগে কেউ করতে পারেনি। তবে লিলিয়াং কিন্তু প্রথমবারের চেষ্টাতেই সফল হতে পারেননি। এই বিশ্বরেকর্ড অর্জন করতে তাকে মোট তিনবার চেষ্টা করতে হয়েছে। এর আগে তিনি ১২০ মিটার দূরত্ব পর্যন্ত হেঁটে গিয়েছিলেন। আর এবার নিজের তৈরি রেকর্ডই ভেঙ্গে ফেললেন তিনি।
গবেষকদের তথ্য অনুযায়ী, এই কাজের জন্য সবেচেয়ে দরকার হলো নিজের ভরকেন্দ্র নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন করা। কারণ পানির উপর যত কঠিন বস্তুই হোক না কেন তার টালমাটাল অবস্থা হবেই। সেই টালমাটাল অবস্থায় একজন মানুষের পক্ষে নির্বিবাদে হেঁটে যাওয়া খুব একটা সহজ কাজ নয় যদি তার নিজের ভারসাম্য ধরে রাখার ক্ষমতা না থাকে।

No comments:

Post a Comment